কোটালীপাড়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন

কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩

কোটালীপাড়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন

চাল ও আটার দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতায় মধ্যে নিয়ে আসার লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সদরের ঘাঘর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, পৌরসভার ৪টি কেন্দ্রে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৮টন করে চাল বিক্রি হবে। প্রতি কেজি চালের মূল্যে ৩০টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা পারিবারিক কার্ডের মাধ্যমে এ চাল বিক্রি করছি। প্রতি কার্ডধারী প্রতিদিন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।

তিনি আরো বলেন, আটার ব্যাপারে এখনো কোন সিন্ধান্ত আসেনি। সিন্ধান্ত এলে আমরা আটা বিক্রি শুরু করবো। এ বছর প্রতি কেজি আটার দাম ১৮টাকা ধরা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top