পুলিশী বাধা সত্ত্বেও সৈয়দপুরে বিএনপি'র গায়েবানা জানাজার নামাজ আদায়
নীলফামারী থেকে | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬
পুলিশী বাধা উপেক্ষা করে গায়েবি জানাজা কর্মসূচী পালন করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। শুক্রবার (২ আগস্ট) বাদ জুম্মা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জানাজা নামাজ আদায় করা হয়েছে।
পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনের নিহতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।
জানা যায়, শহীদ ডাঃ জিকরুল হক সড়কের স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের গায়েবী জনাজার আয়োজন করে দলটি। এ কর্মসূচীকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি অফিসের আশে পাশে অবস্থান নেয় পুলিশ । জুম্মার নামাজের পর প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্য জমায়েত হয় এবং অফিস ঘিরে ফেলে। বেলা ২ টা নাগাদ বিএনপি'র নেতাকর্মীরা অফিসের সামনে সমবেত হয়ে সড়কে জানাজা আদায়ের জন্য প্রস্তুত হলে পুলিশ সেখানে বাধা দেয়। পরে বাধ্য হয়ে নেতাকর্মীরা অফিসের ভিতরের খোলা চত্বরে জানাজায় অংশগ্রহণ করে।
এতে ইমামতি করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী হাফেজ মাওলানা কাজী সাইদুল ইসলাম।
জানাজায় অংশ নেন জেলা বিএনপি'র আহবায়ক আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহীন আকতার শাহীন, যুগ্ম আহবায়ক শওকত হায়াৎ শাহ, পৌর আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন সরকার, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, পৌর ছাত্রদলের আহবায়ক মুহিত চৌধুরী, বিএনপি নেতা হায়াত আলী জাফরি প্রমুখ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: নীলফামারী গায়েবানা জানাজা নামাজ পুলিশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।