সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৩

দুর্গাপূজা উপলক্ষে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে

দুর্গাপূজা উপলক্ষে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে

দিনাজপুররের হিলি চেকপোস্ট দিয়ে দুর্গাপূজা উপলক্ষে পাসপোর্টধারী যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। এসব যাত্রীদের মাধ্যে সনাতন ধর্মাম্বলী লোকজনের সংখ্যা বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে যাত্রী পারাপার ততই বাড়ছে। কয়েকদিন পরে যাত্রী পারাপার আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি চেকপোস্টে গিয়ে দেখা যায়, চিকিৎসা, ভ্রমন ও ব্যবসা সংক্রান্ত কাজে অনেক পাসপোর্টধারী যাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাই সবচেয়ে বেশি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, সনাতন ধর্মাম্বলীদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশে যাত্রী পারাপার বেড়ে গেছে। গত মাসে এই রুট দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন যাতায়াত করলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০০ জন। দুর্গাপূজা উপলক্ষে সামনের দিনগুলোতে যাত্রী পারাপার আরো বাড়তে পারে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top