পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত বেড়ে ৬৩
পঞ্চগড় থেকে | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:২২
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশেপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৬৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশপাশে নিজ উদ্যোগে তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।