শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে যাত্রীবাহী লঞ্চ

নিশি রহমান | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০১:৪২

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়া যাত্রীবাহী লঞ্চ

ঘন কুয়াশার কবলে পড়ে প্রায়ই মেঘনা নদীর মাঝেই সব যাত্রীবাহী লঞ্চ আটকে থাকে। গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয় দীর্ঘ সময়। ফলে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা বিড়ম্বনায় পড়েন।

ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চ ভোর ৩টায় মুন্সীগঞ্জের কাটপট্টি এলাকায় এলে ঘন কুয়াশার কবলে পড়ে। এর পর আর সামনে এগোতে পারেনি কোনো লঞ্চ। ফলে কাটপট্টি এলাকার আশপাশে নোঙর করে রাখে লঞ্চগুলো। বেলা ১০টা থেকে ১১টার আগে অধিকাংশ লঞ্চ সদরঘাট পৌঁছতে পারেনি।

ভোলা থেকে ছেড়ে আসা এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, সকাল ৬টার মধ্যে সদরঘাট পৌঁছার কথা। ১০টার মধ্যে আমাদের অফিসে যেতে হবে। কিন্তু সদরঘাট এসে পৌঁছেছি বেলা ১১টায়। ফলে আজকের দিনটি নষ্ট হয়ে গেল। ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোও সময়মতো পৌঁছতে পারেনি গন্তব্যে।

গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের সুপারভাইজার শামীম বলেন, ভোর ৩টায় কাঠপট্টি পৌঁছলেও ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে আমরা লঞ্চ নোঙর করে রাখি। সকাল ৯টার দিকে আস্তে আস্তে ছেড়ে এগোতে থাকি। সদরঘাট পৌঁছতে ১১টা লাগে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top