আখাউড়া স্থলবন্দরে হত্যা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩, ০৫:০৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি। স্বপন মিয়া বন্দরে কালো তালিকাভুক্ত ছিলেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থলবন্দরে তাকে ইমিগ্রেশনে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন: মেট্রোরেল প্রকল্পের পর এবার উদ্বোধন হতে যাচ্ছে পাতাল রেলের কাজ
এদিকে, তার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল বলেন, স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।
বিষয়: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ভারত গ্রেপ্তার হত্যা মামলা আসামি পুলিশ newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।