শরণার্থী বিষয়ক শুভেচ্ছা দূত হলেন তাহসান
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ০১:১২
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হলেন কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান খান।
শনিবার (২ জানুয়ারি) ইউএনএইচসিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে তিনি সংস্থাটির প্রথম শুভেচ্ছা দূত হলেন।
২০১৯ সাল থেকে শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সঙ্গে যুক্ত হয়ে শরণার্থীদের নিয়ে কাজ করছেন তাহসান।
তাহসান কক্সবাজারে শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রম সামনাসামনি দেখেছেন, কথা বলেছেন শরণার্থীদের সঙ্গে, আর বাস্তুচ্যুতির মূল কারণগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। ইউএনএইচসিআর সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিত করে, জীবন-রক্ষাকারী সহায়তা দেয়, আর সংকট সমাধানের উদ্দেশ্যে কাজ করে। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ (প্রতি ৯৭ জনে ১ জন) আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।
বাংলাদেশে ইউএনএইচসিআর’র প্রতিনিধি স্টিভেন করলিস বলেন, তাহসান সংস্থার শুভেচ্ছা দূত হতে সম্মত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। তাহসানের প্রশংসা করে তিনি বলেন, তাহসান শুধু মেধাবী গায়ক-অভিনেতাই নয়, শরণার্থীদের সমর্থক ও একজন অসাধারণ মানুষও।
প্রসঙ্গত, বর্তমানে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৯ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে এ শিবিরে অ্যাঞ্জেলিনা জোলি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেলিব্রিটিরা সফর করেছেন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: তাহসান ইউএনএইচসিআর শরণার্থী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।