যমুনা নদীতে জেলের জালে ৫৫ কেজির বাঘাইর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৩
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়ে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। পরে মাছটি ওই জেলের কাছ থেকে কিনে নেন গোবিন্দাসী মাছ বাজার সমিতির সভাপতি বাবলু হালদার। তিনি মাছটি নিজের আড়তে এনে বিক্রি করেছেন ৭৫ হাজার টাকায়।
শনিবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য আনেন বাবলু হালদার।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
জানা গেছে, সকালে বাঘাইর মাছটি গোবিন্দাসী মাছ বাজারে আনা হয়। এসময় মধুপুর উপজেলার গারোবাজারের সুজন নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।