দুর্বৃত্তের গুলিতে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবক খুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪০
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি একটি এনজিও সংস্থার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
আরও পড়ুন: ওয়াহাবের ৬ বলে ইফতিখারের ছয় ছক্কা
স্থানীয়দের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, ‘ভোরে নুরুল বশর নামের এক রোহিঙ্গা এনজিও কর্মী ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে খুন করে। মরদেহ ক্যাম্পের আব্দু রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথায় ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিষয়: কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প দুর্বৃত্ত রোহিঙ্গা যুবক মরদেহ উদ্ধার পুলিশ newsflash71 Latest News newsflash Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।