মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মোবাইল ফোনের জন্য অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যা

শাকিল খান | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ২০:৩৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইলফোন কেড়ে নিতে না পেরে অণ্ডকোষ চেপে ধরে এক বৃদ্ধকে খুন করেছে তার দ্বিতীয় স্ত্রী। সোমবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল জব্বার (৬০)। তিনি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এ এফ এম নাসিম জানান, প্রায় এক যুগ আগে ছোট ভাইয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী আসমাকে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল জব্বার। একই বাড়িতে বসবাস করে আসছিলেন দুই স্ত্রীকে নিয়ে। কিছুদিন আগে জব্বার তার একটি ঘোড়া বিক্রি করেন। ঘোড়া বিক্রির টাকা না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার কলহ চলে আসছিল। সোমবার দুপুরের দিকে টেবিলের উপর রাখা স্ত্রীর মোবাইল ফোন হাতে নেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন আসমা। মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে টানাটানির একপর্যায়ে আসমা তার স্বামীর অণ্ডকোষ শক্ত

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top