সমাজবিরোধী কর্মকাণ্ডে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর
শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন (রহ.) এর স্মরণে বার্ষিক ইসলাহী মাহফিল
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২২:১৬
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন পাঠান (রহ.) এর স্মরণে ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২৫শে এপ্রিল) এই মাহফিলের আয়োজন করেছে শায়খে বালিয়া (রহ.)’র পরিবার ও খলিফাবৃন্দ। মাহফিল তত্ত্বাবধানে থাকবেন বালিয়া মাদ্রাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক। এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেম উলামা ও পীর সাহেবের ভক্ত মুরিদানসহ দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন ৷ আপনারা মাহফিলে যিকিরের সাথে দলে দলে যোগ দিয়ে মাহফিলকে সফল করুন। আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য ৷
সাংবাদিক জহিরুল ইসলাম জানান, শায়খে বালিয়া (রহ.) বৃহত্তর ময়মনসিংহ উলামার অভিভাবক ছিলেন। দিনের পর দিন মানুষের জীবন মান উন্নয়নের পাশাপাশি পরকালে কিভাবে নাজাত পাওয়া যায় সে বিষয়ে ফিকির করতেন এই ইসলামিক স্কলার।
হাজারো মানুষকে সৎ ও ন্যায়ের পথ দেখিয়েছেন শায়খে বালিয়া (রহ.)। যে কাজ করলে দীনের, নিজের ও দেশের সুনাম বাড়ে সেসব কাজের প্রতি মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেন তিনি।
কুরআন-হাদীসভিত্তিক জীবন গঠনের মাধ্যমে আলোকিত মানুষ তৈরি করতে আজীবন তার চেষ্টা অব্যাহত ছিল। সমাজবিরোধী কর্মকাণ্ডে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। বৃহত্তর ময়মনসিংহ উলামাকে নিয়ে গঠিত ‘ইত্তেফাকুল উলামা’ সংগঠনের মজলিসে শুরার সভাপতি ছিলেন তিনি।
দেশের রাজনৈতিক অঙ্গনেও তিনি বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে সারাজীবন কুরআন-হাদীস নিয়ে গবেষণা করেছেন। মহানবী (সা.)’র পথ ও মত অনুসরণের মাধ্যমে সমাজে আদর্শ ও শান্তি প্রতিষ্ঠায় আজীবন লড়ে গেছেন।
তিনি আরও জানান, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্র থেকে মিটিং মিছিলের ডাক আসলে শায়খে বালিয়া সিপাহসালার ভূমিকা পালন করতেন। দেশের অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিম, সদরুল মুহতামিম, শায়খুল হাদীস ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৩ সনের ২ ফেব্রুয়ারি ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ মহাপুরুষ।
বিষয়: শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন পাঠান (রহ.) বার্ষিক ইসলাহী মাহফিল ময়মনসিংহের ফুলপুর জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।