কাপ্তাই হ্রদে সকল নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা

শাকিল খান | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৩, ০১:২০

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

জানা গেছে, গত চার দিন ধরে রাঙ্গামাটিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙামাটি আবাহওয়া অফিসের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৭.২২ মিলিমিটিার এবং গত ৪৮ ঘণ্টায় ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পাহাড় ধসের ঝুঁকি এড়াতে শহরে মাইকিং করা হচ্ছে। পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য শহরে ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top