মালয়েশিয়ায় সাগরে পড়ে বাংলাদেশি নিখোঁজ
শাকিল খান | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ১৩:০৮
মালয়েশিয়ার যহুর রাজ্যের গেলাং পাতাহ’র তানজুং পেলেপাস বন্দরের কাছে একটি মালবাহী কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই বাংলোদেশির নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া। ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানান ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অপারেশন কমান্ডার সিনিয়র সহকারী ফায়ার সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ খাইরি জয়নুদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে খবর পেয়ে ২৪ জন সদস্য যহুর রাজ্যের গেলাং পাতাহ’র তানজুং পেলেপাস বন্দরের গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
মালবাহী কার্গো জাহাজের বাম ও ডান দিকে ২৫ মিটার ব্যাসার্ধের ওই স্থানে পিপিডিএ'র দুই সদস্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেন। সাগরে উদ্ধার বাহিনী দলের জন্য বিপজ্জনক হওয়ায় বিকেল ৩টা ১৫ মিনিটে উদ্ধার অভিযান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিষয়: মালয়েশিয়া বাংলাদেশি নিখোঁজ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।