ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nasir Uddin | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫, ১৩:৪৬

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মহদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরে। তিনি রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, ছাত্রের মা সকাল শুক্রবার থেকেই ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। রাতেও ফোন না ধরলে পাশের কক্ষের একজনকে তার সম্পর্কে জানতে চান। তারা দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে। একপর্যায়ে না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা থানায় যোগাযোগ করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখনও ছাত্রটির মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ ও সিআইডি এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। পরে পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top