পুরো জেলা সাজছে নতুন রুপে

দেড় যুগ পর বাবর আসবেন নেত্রকোনায়

নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৫, ১৩:৪৯

পুরো জেলা সাজছে নতুন রুপে

নেত্রকোনার মদন উপজেলার সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত ১৬ জানুয়ারি দুপুরে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান।

ভাটি বাংলার জননন্দিত নেতা বাবর নিজ জেলায় আসবেন বলে নতুন রুপে সেজেছে শহরসহ নিজ উপজেলা মদন।

তাঁর মুক্তিতে নেত্রকোনার প্রতিটা উপজেলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে। সেই সঙ্গে অনেকেই মিষ্টি বিতরণ করেছে। একপর্যায়ে জেলা-উপজেলায় মিষ্টির দোকানে মিষ্টি খালি হয়ে যায়।


হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। ৫ম, ৬ষ্ঠ ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনি নিবাচিত হন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিজ আসনসহ করেছেন জেলার সর্বস্তরের উন্নয়ন। ২০০৭ সালে ২৮ মে আটক হন বাবর। পরে ২টি মামলায় মৃত্যুদন্ড ও ১টিতে যাবজ্জীবন সাজা হয়। ৫আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৩ অক্টোবর দূর্নীতির মামলায় ৮ বছরের সাজা থেকে ও ১ডিসেম্বর ২১শে আগষ্ট গ্রেনেট হামলার মামলায় মৃত্যুদন্ডাদেশ থেকে খালাস পান বাবর।


বাবরের চাচাতো ভাই পাভেল মীর্জা জানান, শারীরিক অবস্থার তেমন উন্নতি না থাকার কারণে আপাততঃ ঢাকা রয়েছেন বাবর।

শারিরক ভাবে একটু সুস্থ্য হলেই নিজ গ্রামে বাড়িভাদেরায় আসবেন। তাই বাড়ি-ঘরসহ নতুন রপে সেজেছে উপজেলা ও জেলা।


জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার ৬নং লক্ষীগঞ্জ ইউনিয়নের টানা ৩বারের সাবেক চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজা জানান, ১৭ বছর জেল কাটার পর বাবর ভাই মুক্তি পেয়েছেন।

আমরা দলীয় নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবীতে আন্দোলন করেছি। প্রিয় নেতার মুক্তি উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।

১৬ জানুয়ারি বাবর ভাইর মুক্তির দিন থাকায় জেলার লাখো নেতা-কর্মী অনেক কষ্ট করে তাঁদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ঢাকায় গিয়েছেন।

বাবর ভাই খুব স্বল্প সময়ের মধ্যে নিজ এলাকা আসবেন তাই নেত্রকোনার প্রতিটা উপজেলায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বইছে আনন্দের বাতাস।

উল্লেখ্য গত রোববার (১৯ জানুয়ারি) রাত দশটায় নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সোমবার সকালে লুৎফুজ্জামান বাবরকে আরো কিছু পরিক্ষা নিরিক্ষা করার পর হাসপাতাল থেকে জানানো হয় তিনি এখন আশঙ্কা মুক্ত আছেন। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top