মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
Nasir Uddin | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৪
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১টা ২৬ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার। এটির কেন্দ্র মাটির ১১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের কেন্দ্র। মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন অনুভূত হয়।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে ২ থেকে ৩ সেকেন্ড কাঁপুনি অনুভব করেন। এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবারও ২ থেকে ৩ সেকেন্ডের মতো কাঁপে। তবে দ্বিতীয়বার ঝাকুনির তীব্রতা কম ছিল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।