ডুমুরিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

এস কে বাপ্পি, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সকালে তিনি মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া, শিবনগর, গজারিয়া, পূর্ব ও পশ্চিম পাতিবুনিয়া মন্দির, তপোবন মন্দির এবং খোরের আবাদ মন্দির পরিদর্শন করেন। বিকেলে শোভনা ইউনিয়নের পশ্চিম শোভনা ঋষিবাড়ী মন্দির, কুলতলা মন্দির, গোডাউন মন্দির, হাইস্কুল মন্দির, কাকমারী, কদমতলা, গাবতলা ও জিয়েলতলা মন্দিরে যান তিনি। এছাড়া ভান্ডারপাড়া ইউনিয়নের চরাইল মন্দিরেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় তিনি আটলিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দির সফর করার কথা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা আমীর মাওলানা মুখতার হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাসসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় সনাতনী কমিটির উপজেলা সহসভাপতি ডা. হরিদাস পাল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল, ভান্ডারপাড়া ইউনিয়ন সনাতনী কমিটির সভাপতি ডা. নিত্য রঞ্জন রায়, মাগুরখালী ইউনিয়নের প্রদীপ কুমারসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top