ফরিদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৪

ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় শোভন শুভ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনা ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায়, মামুন ইন্ডাস্ট্রির সামনে।
নিহত শোভন শুভ মাগুরার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার বাবা মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। পরিবারটি ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করেন।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, শোভন শুভ তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে একটি রিকশা হঠাৎ মহাসড়কে উঠে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হয়েছেন শোভনের দুই বন্ধু, মোহাম্মদ আব্দুল্লাহ (২১) ও মোহাম্মদ মিলন (২২)। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।