ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ
শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে শত শত ছাত্র ও সাধারণ জনতা এ কর্মসূচি পালন করে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। এ সময় প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় উপস্থিত ছিলেন জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ও জেলা শিবিরের সভাপতি শাখাওয়াত কাওছারসহ স্থানীয় ছাত্রজনতা।
বক্তারা বলেন,
“শরীয়তপুরবাসীর দাবি উপেক্ষা করে যদি ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।