৫ সদস্যের কমিটি গঠন
খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে সহিংসতা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন নেবে।”
তিনি আরও জানান, অবরোধকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা অবরোধ প্রত্যাহার করলে প্রশাসনও ১৪৪ ধারা প্রত্যাহার করবে।
গত ২৪ সেপ্টেম্বর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অবরোধ ও সহিংসতা শুরু হয়। তবে খাগড়াছড়ির সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, “আমরা তিন সদস্যের কমিটি রিপোর্ট তৈরি করেছি, এটি এসপি অফিসে জমা দেওয়া হবে।” তবে সরাসরি কিছু বলতে রাজি হননি তিনি। কার্যালয়ের এক তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন, ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যক্রম বেড়েছে। সংগঠনটি ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে দেশে এসে হামলা চালাচ্ছে।
তাদের উদ্দেশ্য পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানো বলে জানিয়েছে প্রশাসন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।