ভোলায় জামায়াতের ৪৫ নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের খবর মিথ্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০২

ভোলার চরফ্যাসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদটি প্রচারের পর এক বিবৃতিতে জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।
বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, খবরটির কেন্দ্রে থাকা মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে প্রায় দেড় বছর আগে, ২০২৪ সালের ৫ জুলাই, সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অর্থ কেলেঙ্কারি, সংগঠনের তহবিলে অনিয়ম এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
নেতারা বলেন, বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ফলে তার বা অন্য কারও অন্য দলে যোগদানকে জামায়াত নেতা-কর্মীর যোগদান হিসেবে প্রচার করা উদ্দেশ্যমূলক হলুদ সাংবাদিকতা।
তারা অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট এলাকার জামায়াত নেতাদের কাছ থেকে তথ্য যাচাই করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ না ছড়ানোর অনুরোধ জানান জেলা জামায়াতের নেতারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।