আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

সরকার ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা কখন উঠতে পারে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতুহল রয়েছে।
এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।” তিনি বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
ড. আসিফ জানান, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে স্থায়ী না অস্থায়ী তা নিয়ে প্রশ্ন থাকে। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো স্বল্পমেয়াদি প্রত্যাহারের সম্ভাবনা নেই।
এর আগে জাতিসংঘ সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেছিলেন, “যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে।” এই সাক্ষাৎকার প্রকাশের পর দেশে নতুনভাবে আলোচনার সৃষ্টি হয়।
অপরদিকে আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে যারা অশান্তি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।”
এদিন তিনি বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।