দেশি-বিদেশি দৌড়বিদে মুখর রায়পুরা

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ২০:৫৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য দৌড়াও, স্বাস্থ্যের জন্য দৌড়াও” স্লোগানকে সামনে রেখে আগামী ৩ অক্টোবর নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ম্যারাথন। এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় ৭০০ দৌড়বিদ অংশ নেবেন।

 

বুধবার (১ অক্টোবর) রায়পুরা উপজেলা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটি এ তথ্য জানায়।

 

ভোর ৫টা থেকে রায়পুরা উপজেলা চত্বরের রেললাইন সংলগ্ন সড়ক হয়ে হাসনাবাদ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা জুড়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন রায়পুরা রানার্স কমিউনিটির দৌড় পরিচালক সবুজ শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা-বেলাবো সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিলুর রহমান, নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রীস আলী মুন্সি, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাব সভাপতি তৌফিকুল হক ও হারুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, রায়পুরা ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন করতে দুপুর ১২টা পর্যন্ত হাসনাবাদ-রায়পুরা রেললাইন সংলগ্ন রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

প্রতিযোগিতায় ১৫ জন বিদেশি দৌড়বিদসহ চারটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হবে, ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫০০ মিটার (শিশু বিভাগ)

শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ এতে অংশ নেবেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top