লালমনিরহাটে যুবদলের উদ্যোগে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার

মিঠু মুরাদ | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ২১:০১

ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলা যুবদল গত এক মাসে জেলার ২০টি ইউনিয়নের প্রায় ৭০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেছে। নিজস্ব অর্থায়ন ও শ্রম দিয়ে এ কাজ সম্পন্ন করায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন দলীয় নেতাকর্মীরা।

 

শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে নেতাকর্মীরা ইটের খোয়া, বালু ও মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

 

শুধু রাস্তা সংস্কার নয়, তারা রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।

 

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, “এই রাস্তাটি দিয়ে হাজারো মানুষ দুরাকুটি বাজারে যাতায়াত করেন। দীর্ঘদিন গর্ত ও ভাঙাচোরা অবস্থায় থাকায় দুর্ঘটনা ঘটছিল প্রায়ই। যুবদলের উদ্যোগে সংস্কারের ফলে মানুষ স্বস্তি পেয়েছে।”

 

অন্য এক বাসিন্দা হযরত আলী জানান, “বন্যার সময় রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন চলাচলের উপযোগী হওয়ায় আমাদের ভোগান্তি দূর হলো।”

 

শিক্ষার্থীরা জানায়, বর্ষায় কাদা জমে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত। সংস্কারের ফলে তারা নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে।

 

জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, “গত এক মাসে লালমনিরহাটের ২০টি ইউনিয়নে প্রায় ৭০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা আমরা সংস্কার করেছি। এই জনহিতকর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।”

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top