মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৯

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রেললাইনের পাশে ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই তদন্ত করবে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, “আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এখনও তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top