শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

গাজাগামী ত্রাণ ফ্লোটিলায় আটক পাকিস্তানের প্রাক্তন সিনেটর মোশতাক আহমেদ খান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৫

সংগৃহীত

পাকিস্তানের প্রাক্তন সিনেটর ও বিশিষ্ট রাজনীতিক মোশতাক আহমেদ খান গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাওয়া এক নৌকা অভিযানে অংশ নিতে গিয়ে ইসরায়েলের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন—
“এটি একটি মানবিক বিষয়। গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তার করিডর খোলা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে নিরস্ত্র শান্তিপ্রিয় নাগরিকদের সমুদ্র কনভয় গাজার দিকে যাত্রা চালিয়ে যাবে। ক্ষুধার্ত ও অসহায় নিরীহ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে আমরা নিজেদের জীবনও বাজি রাখতে প্রস্তুত।”

তিনি আরও আহ্বান জানান—
“আপনারা যারা ঘরে আছেন, আপনার কাজ হলো এসব নৌকোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সেগুলোতে থাকা নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আওয়াজ তোলা। এ থেকে কখনও পশ্চাৎ হটবেন না।”

মোশতাক আহমেদ খানের এই বার্তাকে কেন্দ্র করে পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে বিশ্বব্যাপী বিভিন্ন মানবিক সংগঠন ও শান্তিকামী কর্মীরা ইতিমধ্যে একাধিক ফ্লোটিলা মিশনে অংশ নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top