শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

চাকরিতে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৫:০৯

ছবি: সংগৃহীত

চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার মহাসড়কে অবস্থান নেন শতাধিক কর্মকর্তা। প্রথমে মানববন্ধন দিয়ে শুরু হলেও পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ কর্মসূচি চালান।

আন্দোলনরত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন,

"প্রায় ৪০০ জন কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এমন অবস্থায় আর চুপ করে থাকা সম্ভব নয়।"

তিনি আরও জানান, চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল ও ওএসডি প্রত্যাহারসহ মোট ৬ দফা দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

কর্মকর্তাদের ৬ দফা দাবি:

১. বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল।
২. প্রহসনমূলক পরীক্ষা বয়কটের কারণে দেওয়া শাস্তিমূলক বদলি বন্ধ।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি।
৪. শর্তযুক্ত অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ।
৫. চট্টগ্রামে নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তি।
৬. কর্মকর্তাদের বিরুদ্ধে করা জিডি ও সাইবার ক্রাইমের মামলা প্রত্যাহার।

এর আগে ইসলামী ব্যাংক থেকে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত করা ও কয়েক হাজারকে ওএসডি করার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা অভিযোগ করেছেন, এতে তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top