থানা অবরুদ্ধ মামলায় যুবদল নেতাকে আটক

রকিবুল হাসান রিপন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৭:২২

থানা অবরুদ্ধ মামলায় যুবদল নেতাকে আটক। ছবি: সংগৃহীত

হাতীবান্ধা থানা পুলিশ শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে। তিনি থানায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলার একজন প্রধান আসামি।

জানা গেছে, গত ২ জুলাই পাটগ্রামে ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই ঘটনায় আটককৃতদের ছিনিয়ে নেওয়ার জন্য দুষ্কৃতিকারীরা থানায় হামলা চালায় এবং পার্শ্ববর্তী থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেয়।

পুলিশ ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের তালিকা তৈরি করে ৩ জুলাই মামলাটি দায়ের করে। মামলার জের ধরে ইতিমধ্যে প্রায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, তদন্তাধীন মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top