খুলনায় ভোটের মাঠে তৎপর এনসিপির এক ডজন সম্ভাব্য প্রার্থী
এস কে বাপ্পি, খুলনা | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় জোর প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ইতিমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। বেশিরভাগ প্রার্থীই নতুন মুখ হলেও তাদের উদ্যম, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এনসিপির মাঠের অবস্থানকে শক্তিশালী করছে।
দলটির খুলনা অঞ্চলে প্রায় এক ডজন সম্ভাব্য প্রার্থী এখন নিজ নিজ এলাকায় প্রচার, জনসংযোগ ও লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
খুলনা-১
এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান ইতোমধ্যে দাকোপ ও বটিয়াঘাটায় নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন। মসজিদ, মাদরাসা ও রাস্তার উন্নয়নসহ স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দুর্গাপূজায় বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন।
এ আসনে আরও মনোনয়ন চাইতে পারেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীম্পাল্লী ডেভিড রাজু এবং বটিয়াঘাটা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাড. প্রশান্ত কুমার হালদার, যিনি জাতীয় পার্টির খুলনা জেলা শাখার সাবেক আইন সম্পাদক।
খুলনা-২
এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক নিয়মিত মাঠে কাজ করছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ আসনে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. মাসূদুর রহমানও মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে।
খুলনা-৩
এই আসনে দলের হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে আছেন এস এম আরিফুর রহমান মিঠু। সাবেক বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘনিষ্ঠ এই রাজনীতিক খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় শক্ত সংগঠন গড়ে তুলেছেন। জানা গেছে, তার দানকৃত জমিতেই খুলনা জেলা ও মহানগর এনসিপির কার্যালয় স্থাপিত হয়েছে।
খুলনা-৪
এ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। পাশাপাশি আলোচনায় আছেন জাতীয় পার্টির সাবেক নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল ও জেলা এনসিপির নেতা মুজাহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এক বিএনপি নেতাও এই আসনে এনসিপির হয়ে মনোনয়ন চাইতে পারেন।
খুলনা-৫
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ ফুলতলা ও ডুমুরিয়া এলাকায় তৎপর রয়েছেন। বিভিন্ন উৎসবে তার ব্যানার-ফেস্টুন দৃশ্যমান। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
খুলনা-৬
এই আসনে আলোচনায় রয়েছেন এনসিপির তরুণ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি। তার গ্রামের বাড়ি পাইকগাছায়, আর ছাত্র রাজনীতির সময় থেকে কয়রা-পাইকগাছা অঞ্চলে তার একটি শক্ত সমর্থকগোষ্ঠী গড়ে উঠেছে।
বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ, দুর্গাপূজায় উপহার প্রদান ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কারণে বাপ্পি এলাকাজুড়ে আলোচনায়। তিনি পর্যটন কেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক নৌরুট চালু ও ডকইয়ার্ড নির্মাণের মাধ্যমে অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন। তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তাও উল্লেখযোগ্য।
তবে তার বিরুদ্ধে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর ছায়া থাকার অভিযোগ রয়েছে।
এ আসনে আরও মনোনয়ন চাইতে পারেন বৈষম্যবিরোধীর আরেক নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। সদ্য অনুষ্ঠিত জাকসু নির্বাচনে অংশ নিলেও বর্তমানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এছাড়া এনসিপি খুলনা জেলার যুগ্ম সমন্বয়ক অ্যাড. মাফতুন আহমেদও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন হলেও এনসিপির তরুণ ও গতিশীল নেতৃত্ব খুলনার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। তরুণ প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা ও সামাজিক কর্মকাণ্ড ভোটের মাঠে দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা মনে করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।