রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৫:০১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় গত দুই দিন ধরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে একজন নিহত ও ১০–১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ এখনো নিহত বা আহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

এ সময় সংবাদ সংগ্রহে গেলে প্রায় ১৫–২০ জন সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় হোসাইন জিয়াদ ও পারভেজ রহমান আহত হন এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়।

আহত ক্যামেরাপার্সন পারভেজ রহমান জানান,

“আমাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মারধর করে রক্তাক্ত করা হয়েছে। ক্যামেরা ও সরঞ্জাম ভেঙে ফেলে দেয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top