উল্লাপাড়ায় নৌকাবাইচে সংঘর্ষ: আহত ১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি | | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১১:০৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা সহিংসতায় রূপ নিয়েছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বৈঠার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষ পর্যায়ে পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়ির ভিটা এক্সপ্রেস’ এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ নৌকা দুটি পাশাপাশি চলে আসে। একে অপরকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগে দুই দলের বাইচালদের মধ্যে হাতাহাতি ও বৈঠা দিয়ে মারামারি শুরু হয়।

এতে অন্তত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে কৈবর্তগাতীর সামছুল ইসলাম গুরুতর অবস্থায় উল্লাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। পাবনার আরও চারজন অংশগ্রহণকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাইচ কমিটির সদস্য ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, “নৌকা দুটি পাশাপাশি চলে আসায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ ও আয়োজকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top