সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

শরীয়তপুরের পদ্মায় ইলিশ নিষেধাজ্ঞা মানছে জেলেরা, প্রশাসনের কড়া নজরদারি

মফিজুর রহমান রিপন, শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১২:১৩

সংগৃহীত

শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা নিষেধাজ্ঞা মানতে শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ১২ মিনিট থেকে পদ্মা-মেঘনা নদীসহ সংলগ্ন জলস্রোত থেকে মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার তৃতীয় দিনেও শরীয়তপুরের জেলেরা তাদের নৌকা নদীতে নামায়নি। তারা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন এবং বড় পদ্মার বিভিন্ন খাল বা শাখা নদীতে নোঙ্গর করে রেখেছেন।

তবে জেলে পরিবারদের অভিযোগ, বেশির ভাগ মানুষ ইতোমধ্যেই অভাব-অনটনে দিন পার করছেন। গত বছর ভিজিএফ চাল সহযোগিতা পাওয়া গেলেও এই মৌসুমে সরকারি সহায়তা এখনও জেলেদের হাতে পৌঁছায়নি। অনেকেরই ২২ দিনের সংসার চালানোর অবস্থা নেই। জেলেরা বলেছে, সরকারী সহায়তা না পেলে তারা বাধ্য হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে নামতে বাধ্য হবেন।

অন্যদিকে, পদ্মা নদীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ কড়া নজরদারি করছেন। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাছ ধরা, পরিবহন ও বিক্রিতে অপরাধী হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

শরীয়তপুরের ৭০ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর মধ্যে ইলিশ সংরক্ষণের অভয়াশ্রম রয়েছে প্রায় ৩০ কিলোমিটার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top