ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব মহিলাদের চাউল বিতরণ
সোহেল রানা, কুড়িগ্রাম: | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৬

কুড়িগ্রামের রাজারহাটে ভিজিএফ বা ভিডব্লিউবি কার্ডধারী গরিব ও অসহায় মহিলাদের মাঝে মাসিক বরাদ্দকৃত চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার উজ্জ্বল কুমার রায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও চাউল নিতে আসা গরিব মহিলারা উপস্থিত ছিলেন।
চাকিরপশার ইউনিয়নের ৪৫০ জন নারী এই কার্যক্রমের আওতাভুক্ত, যারা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান ও যাচাই-বাছাই শেষে প্রকৃত গরিব অসহায় পরিবারদের এই সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “একজন ভিডব্লিউবি কার্ডধারী মহিলা দুই বছর পর্যন্ত প্রতিমাসে ৩০ কেজি করে চাউল পাবেন। চাউল সংগ্রহের সময় অবশ্যই কার্ডধারী নারীকে নিজেই উপস্থিত থাকতে হবে; অন্য কেউ নিয়ে গেলে চাউল দেওয়া হবে না।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।