তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রোববার (৫ অক্টোবর) থেকে উত্তরাঞ্চলে শুরু হয়েছে বৃহত্তর আন্দোলন। আন্দোলনের প্রথম দিনে পাঁচটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল আসাদুল হাবিব দুলু জানান, আগামী ৯ অক্টোবর প্রত্যেক জেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর তিস্তা অববাহিকায় ১৩০টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, “এরপরও যদি সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে বৃহত্তর রংপুরকে অচল করে দেওয়া হবে।”
দুলু আরও জানান, নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে তিস্তা মহাপরিকল্পনার কাজ আরও প্রলম্বিত হতে পারে। তাই দ্রুত কাজ শুরু করা না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
রংপুরের জেলা প্রশাসক জানান, “তিস্তা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে যে স্মারকলিপি আজ আমাকে দেওয়া হয়েছে, সেটি আজই প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।”
তিস্তা আন্দোলনের সমন্বয়ক দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন আন্দোলন করেও কোনো সুফল পাওয়া যায়নি। এরই মধ্যে তিস্তা পাড়ের ৪০ হাজার মানুষ বানের পানিতে ভেসে গেছেন। বাঁধের পানি নিয়ন্ত্রণে রাখতে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও, ভাঙন আর জলাবদ্ধতায় দুই কোটি মানুষের জীবন আজ বিপর্যস্ত।
তার ভাষায়, “দুই কোটি মানুষের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা। প্রতিবছরই এই বাঁধ ভেঙে মানুষ জমি-বাড়িঘর হারিয়ে অবর্ণনীয় দুর্দশায় পড়ে।”
তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা জানান, তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন- নইলে তিস্তা তীরবর্তী মানুষের বাঁচার দাবিই হবে তাদের সর্বোচ্চ আন্দোলনের স্লোগান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।