পাটগ্রামে ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড
মিঠু মুরাদ | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৭:৪৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জিল্লুর রহমান জুয়েল (৩৫)। তিনি পৌরসভার সাহেবডাঙা এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান বিএমডিসির নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে রসুলগঞ্জ বাজারে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি রোগীদের ভুল চিকিৎসা ও প্রতারণামূলক উপায়ে ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করতেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।
অভিযান পরিচালনার সময় ইউএনও উত্তম কুমার দাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং তাকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অভিযানে এসআই রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
এ বিষয়ে ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে প্রতারণা কোনভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এমন অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।