সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১০:২৪

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, “চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলের ডিপোর পাশ দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। উদ্ধার কাজ শেষে রেলপথ সচল হওয়ায় সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস যাত্রা শুরু করে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।