শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ২০:১০

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি বন্দুক, ১টি কার্তুজ, ৩টি স্টিলের টিপ ছোরা, ২টি মিনি কাটার ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের নেতৃত্বে শেখ মুজিব রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাজুল ইসলাম তাজু, তুষার হোসেন, মো. তপু, হায়াত মাহমুদ জীবন, আনোয়ার হোসেন বাবু, নাজমুল ইসলাম, আব্দুর রহমান রানা ও জনি শাহ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার ডাকাতরা ৯ জনের একটি দল। এই দলের একজন ছাড়া বাকি সবাই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। পলাতক আসামি মো. আব্বাস উদ্দিন জুয়েলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top