পর্তুগালে নির্মম হত্যাকাণ্ডে প্রবাসী শামীম হোসেন নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:২৮

ছবি: সংগৃহীত

শামীম হোসেন প্রবাসে চাকরির পাশাপাশি একটি ফাস্টফুডের দোকানে ডেলিভারি কাজ করতেন।

মঙ্গলবার রাত ১১টার সময় তিনি নিজস্ব সাইকেল নিয়ে কাজের জায়গায় যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এক আফ্রিকান ব্যক্তি হঠাৎ তাঁর সাইকেলটি চুরি করার চেষ্টা করলে শামীম ভাই তাকে আটকানোর চেষ্টা করেন। এসময় চোরটি সঙ্গে থাকা ছুরি ব্যবহার করে শামীম হোসেনের বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় GNR পুলিশ শামীম হোসেনকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবার ও আত্মীয়স্বজন শোকাহত হয়ে পড়েছেন। শামীম হোসেন ৭ মাস বয়সী এক কন্যার পিতা ছিলেন। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য্যধারণের তাওফিকের জন্য দোয়া করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top