লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
রাকিব হাসান | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:৩৭
লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাতে ও দিনে ১৫ বিজিবি’র টহলদল দুটি বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামখানা বিওপি (পশ্চিম রামখানা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) ও শিংঝাড় বিওপি (দক্ষিণ শিংঝাড়, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ইজিবাইক জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজার মূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা। তিনি আরও বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান ও প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়ে গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবির এই অভিযান দেশের মাদকমুক্ত করার লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।