টিকটক ভিডিওতে ‘জয় বাংলা’ গান- ফেসবুকে পোস্ট, ফেনীতে কলেজছাত্র গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:২১
ফেনীর পরশুরাম উপজেলায় রাজনৈতিক গান ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি ও ফেসবুকে পোস্ট করার অভিযোগে কামরুল হাসান (১৭) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কামরুল পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে এবং স্থানীয় খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সে সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গান ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশ আরও জানায়, গত ৩ এপ্রিল বক্সমাহমুদ বাজারে রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমানের করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া জানান, তিনি হতদরিদ্র কৃষক এবং শারীরিকভাবে অসুস্থ। তার ছেলে শুধু পড়াশোনা করে, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়। শুধুমাত্র একটি রাজনৈতিক গানের টিকটক ভিডিও করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, “গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। সে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক গান দিয়ে ভিডিও পোস্ট করে। তাকে সংঘর্ষের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।