শ্রীমঙ্গলে নারী পাচারকারীচক্রের হোতা আছমা গ্রেপ্তার

মৌলভীবাজার থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০৯

শ্রীমঙ্গলে নারী পাচারকারীচক্রের হোতা আছমা গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পতিতাবৃত্তির উদ্দেশে নারীপাচারকারী চক্রের অন্যতম হোতা আছমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের গুহরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে পতিতাবৃত্তির অভিযোগে পুলিশ শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত আছমার বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ২ নারী ও ২ পুরুষ খদ্দেরকে আটক করে তারা। এর আগেই সেখান থেকে কৌশলে সটকে পড়েন আছমা।

শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মানব অপরাধচক্র বলে স্বীকার করে। আসামিরা ওই স্থানে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে পতিতাবৃত্তির উদ্দেশে পাচার করে থাকে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার সূত্র ধরে বুধবার রাতে আছমা ধরা পড়ে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আছমা পতিতাবৃত্তির উদ্দেশে নারীপাচারকারী চক্রের হোতা। তিনি দীর্ঘদিন থেকে অসামাজিক কাজের সঙ্গে জড়িত। তিনিসহ তার সংঘবদ্ধচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top