লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ২৩:০৩

লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা
মুজিব শতবর্ষ ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা। সেনাবাহিনী ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও জেলা প্রশসান আয়োজিত সকালে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সেনিবাহিনী ১৭ ফিল্ড রেজিমেন্ট অর্টিলারি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক বশির আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৬ বয়সের উর্দ্ধে সকল পেশার প্রায় দুই হাজার প্রতিযোগি অংশ নেয়। এতে ৫ কিলোমিটার সড়ক দৌঁড়ে অংশ গ্রহনকারীদের ১০ জনকে পুরস্কৃত করা হয়। রেজিষ্ট্রেশনসহ ম্যরাথন দৌঁড় প্রতিযোগিতা চলবে পুরো মাসব্যাপী। এই প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ গ্রহন করবে বলে জানান আয়োজকরা।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: জেলা স্টেডিয়াম ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা মুজিব শতবর্ষ স্বদেশ প্রত্যাবর্তন দিবস লক্ষ্মীপুর সেনিবাহিনী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।