গাজায় বন্যায় ডুবল অসংখ্য তাঁবু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫
গাজায় টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র বন্যায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। আরব গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাফার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারী বর্ষণের ফলে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে মানুষ পানিবন্দি হয়ে পড়ছে এবং সহায়তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে। গাজার প্রায় পুরো জনসংখ্যা ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত। পুরো অঞ্চল পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। দুই মাসের যুদ্ধবিরতির পরও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণ শুরু হয়নি।
অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, আবহাওয়ার অবনতি থাকলে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। গালফ নিউজ জানায়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে। হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় মাঝারি বর্ষণের সঙ্গে কুয়াশাও দেখা দিয়েছে।
মরুভূমি দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বিরল হলেও গত দুই-তিন বছরে কয়েকবার ভারী বর্ষণ ও ঝড় দেখা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।