বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শরীয়তপুর-১

২ হাজার বাইকে ইসলামী আন্দোলনের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ আসনে ব্যাপক শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২ হাজারের বেশি মোটরসাইকেল, মাইক্রো ও পিকআপ ভ্যান নিয়ে এই নির্বাচনী প্রচার চলে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী আলহাজ হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলা প্রদক্ষিণ করে।

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে শুরু হয়ে মিছিলটি জেলা শহর পার হয়ে জাজিরা উপজেলার পদ্মা সেতুর গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এই উৎসবমুখর শোডাউন এলাকার মানুষ ও ভোটারদের নজর কাড়ে।

আঙ্গারিয়া বাজার, পালং বাজার, কাজিরহাট বাজার, জাজিরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় মুফতি তোফায়েল আহমেদ কাসেমী বলেন, এ আসনের মানুষ শান্তি, উন্নয়ন আর ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। শান্তিকামী জনগণের ভালোবাসাই আমার শক্তি।

তিনি প্রতিশ্রুতি দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল দপ্তর ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করা হবে এবং শান্তি, ন্যায় ও মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। এই মিছিলে অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও অংশ নেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top