যে ভাই মায়ের জানাজার নামাজই পড়ে নাই, ওই ভাই বোনদের দেখবে?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার বোনদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিতর্ক চলমান। ডিপজলের বিরুদ্ধে তার বোনেরা অভিযোগ করেছেন যে, তিন ভাই তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন।
বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, “যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না, শুধু আমাদের প্রাপ্য অংশ চাই। চল্লিশ বছর ধরে তিন ভাই বাবার টাকা ব্যবহার করেছে, আমরা এর বিরুদ্ধে মামলা করেছি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে, যা ডিপজলের কাছে।”
এ বিষয়ে ডিপজল একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, “যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।” তিনি আরও উল্লেখ করেন, বোনদের অভিযোগ ভিত্তিহীন এবং আইন অনুযায়ী সকল বিষয় সমাধান হবে।
বোন পারভীনের দাবি অনুযায়ী, মোট সম্পত্তির বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা। এর মধ্যে তিন ভাইয়ের তিন হাজার কোটি, এবং চার বোনের দুই হাজার কোটি। পারভীন বলেন, “ভুয়া দলিল দেখিয়ে বলা হচ্ছে যে বোনরা নিজেরা সম্পত্তি লিখে দিয়েছে, আমরা তা করি নি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।