বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে মারধর, মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ পরিবারের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬
নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে।
আহত মৌসুমী খাতুন মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। ঘটনার পর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই মাহাবুর ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বুধবার সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ঘটনার কিছুক্ষণ পর পাপ্পি ও একই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলী মিলে তাকে মারধর করে। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
মাহাবুর আরও বলেন, বোন মৌসুমী খাতুন এগিয়ে এসে বাধা দিলে দুই যুবক তাকে এলাপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাহাবুর অভিযোগ করে বলেন, “ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।”
অন্যদিকে অভিযুক্ত নয়ন আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।