নির্বাচনী প্রচারণা কবে শুরু ও শেষ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তপশিল ঘোষণা করেন।
সিইসি জানান, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি বা ভোটের ৪৮ ঘণ্টা পূর্বে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যেই ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।