ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না: সিইসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ করার জন্য কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং সকল দায়িত্বশীল পক্ষকে নির্দেশনা মানার আহ্বান জানাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিইসি’র এই হুঁশিয়ারি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে পরিচালনার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।