মাদারীপুরে ক্লিনিক থেকে উদ্ধার শিশু পেল সিঙ্গাপুর প্রবাসীর কোল
বাথরুম থেকে উদ্ধার শিশু: ৩৫ আবেদন শেষে দত্তক দিল আদালত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬
মাদারীপুর শহরের একটি ক্লিনিকের বাথরুম থেকে উদ্ধার হওয়া নবজাতকটি অবশেষে তার নতুন ঠিকানা খুঁজে পেয়েছে। আদালত ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে এক নিঃসন্তান দম্পতির কাছে।
গত ২ ডিসেম্বর বিকেলে বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন এক পরিচ্ছন্নতা কর্মী। এরপর শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সমাজসেবা অধিদপ্তর থানায় সাধারণ ডায়েরি করে।
এই নবজাতককে দত্তক নিতে ভিড় করেন অসংখ্য মানুষ। ৩৫টি আবেদন জমা পড়েছিল সমাজসেবা অধিদপ্তরে। যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন এবং তার স্ত্রী সাদিয়া আক্তারের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।
শিশুটিকে দত্তক দেওয়ার সময় সাড়ে তিন লাখ টাকার বন্ড এবং কঠোর শর্তাবলী আরোপ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, তারা নিয়মিতভাবে, প্রতি দুই মাস পর পর, শিশুটির শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দেবে।
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও, সব জটিলতা পেরিয়ে এই নবজাতকটি এখন এক নিরাপদ ও ভালোবাসার কোলে বেড়ে ওঠার সুযোগ পেল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।