রংপুরে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনগণ
রংপুর থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ১৮:২৭
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রাত ১২টা ১ মিনিটে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিভাগীয় কমিশনার এবং মেয়র সিটি কর্পোরেশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিভাগীয় কমিশনার ও মেয়র সিটি কর্পোরেশন রংপুর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা , বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা তাদের দলের নেতৃবৃন্দের নিয়ে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জাতীয় পার্টি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দানকারীদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ফুল দেয় প্রথম প্রহরে। প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: কেন্দ্রীয় শহীদ মিনার ভাষাশহীদ রংপুর রেঞ্জ পুলিশ জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।